Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৫:০১ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৫:০৫

বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এমকে খায়রুল বাসার – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এমকে খায়রুল বাসার আটক করেছে সিআইডি।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান লায়ন এমকে খায়রুল বাসার আটক করেছে সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম টীম।

এর আগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছিল সিআইডি। বিদেশে উচ্চশিক্ষার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতারিত করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সিআইডি’র প্রাথমিক অনুসন্ধানে বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশার বাহারের ১ হাজার ১০৬ শতাংশ জমি থাকার তথ্য মিলেছে। এছাড়া রাজধানীর গুলশান, বারিধারাসহ বিভিন্ন এলাকায় বিএসবি গ্লোবালসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অসংখ্য ফ্ল্যাট, ভবন ও জমির তথ্য পেয়েছে সিআইডি।

সারাবাংলা/এমএইচ/আরএস

বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক লায়ন এমকে খায়রুল বাসার

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার!
১৪ জুলাই ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর