Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনেদুপুরে কুপিয়ে আধিপত্য বিস্তারের জানান দিত আয়েশা গ্রুপ: র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৫:০০

র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ারের স্থান দখল করার জন্য ‘আয়েশা গ্রুপ ‘ তৈরি করে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা (৩৫)। মাদক ব্যবসায়ী রাজুকে দিনদুপুরে কুপিয়ে সে তাদের অবস্থান ও আধিপত্য বিস্তারের জানান দেয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, ‘আয়েশা গ্রুপ এর প্রধান আরশাদ ও তার সহযোগীরা আধিপত্য বিস্তার, ছিনতাই, জমি দখল, মাদককারবারি করাসহ কিশোর গ্যাংকে মদদ দিত। তারা তাদের কর্মকান্ড টিকটিক করে ভাইরাল করত।’

বিজ্ঞাপন

র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘মাদক ব্যবসায়ী রাজুকে কুপিয়ে তাদের অবস্থান জনসম্মুখে জানান দেয়। আরশাদের তার অন্যতম সহযোগী বেলচা মনির।’

রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অপরাধীদের কোনো ছাড় নয়। সন্ত্রাসীদের পরিচয় তারা সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নাই। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।’

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের বিষয়ে তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুরে ২০টি গ্রুপ আমরা ধরেছি। একটা গ্রুপ ধরলে সেটা ভেঙে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে। ৫ আগষ্টের পর ৭২০ জন গ্রেফতার করেছি। তাদের বেশিরভাগই বিভিন্ন গ্রুপের।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

আয়েশা গ্রুপ কব্জিকাটা আনোয়ার গ্রুপ র‍্যাব সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার!
১৪ জুলাই ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর