ঢাকা: রাজধানীর মিরপুরের জাহাজ বাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৪ জুলাই) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার তদন্তের জন্য আরও দুই মাস সময় আবেদন করেন। পরে আদালত সময় মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
এদিন সকালে এ মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
অন্য দুই আসামি হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
এর আগে, ৭ মে এই তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। গত ৬ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট । ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ যুবককে গুলি করে হত্যা করা হয়।