Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী বছর পুঁজিবাজারে আরও একটি বাবল হবে: ডিবিএ প্রেসিডেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৫:৫১

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: ঢাকা ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে শেয়ারবাজারে আরও একটি বড় ধরনের উত্থানের (বাবল) সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে আগামী এক বছরে বিনিয়োগ আরও বাড়বে। কিন্তু গত দেড় বছর ধরে শেয়ার সরবরাহ না থাকায় ভবিষ্যতে সংকট তৈরি আশঙ্কা রয়েছে। সে কারণে আগামীর বাবলকে রুখতে অবশ্যই ভাল মানের শেয়ারের যোগান বাড়াতে হবে। যা একেবারেই বন্ধ রয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ঢাকা ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাত্র ১৫ দিনে চাহিদা তৈরি করলেও সরবরাহ কোনভাবেই স্বল্প সময়ে সম্ভব নয় উল্লেখ করে ডিবিএ প্রেসিডেন্ট বলেন, পুঁজিবাজারে ব্যবসা চলে সাপ্লাই ও ডিম্যান্ডের ওপর। বিগত সময়ে রাজনৈতিকভাবে ও নানাভাবে নিম্নমানের শেয়ারে বাজার পরিপূর্ণ। এ কারণে বাজারে ভাল মানের শেয়ারের অভাব রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাকে এদিকে গুরুত্ব দিতে হবে। নইলে খারাপ শেয়ারের ওপর ভর করে বাজার ফুলে ফেঁপে উঠতে পারে। এছাড়া বর্তমানে শেয়ারবাজার যে পরিস্থিতিতে রয়েছে সেটির পুনর্গঠন জরুরি। কারণ অতীতে একটি গোষ্ঠীকেন্দ্রীক হওয়াতে সাধারণ বিনিয়োগকারীদের ভুগতে হয়েছে। আগামীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এসব বিষয়ে নজর দেওয়া উচিত।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা স্টক একচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক একচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ঢাকা স্টক একচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন ও ক্যাপিটাল মার্কেট জানার্লিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রেসিডেন্ট এসএম গোলাম সামদানী ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/একে/আরএস

ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর