Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ-মুগ্ধদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা নয়, হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:৪৩

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে শহিদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

রুলে আন্দোলনে শহিদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর