Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধলেশ্বরীতে ৬ প্রাণহানি: কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৬:০৯ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:১৫

ঢাকা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় তিনটি গাড়িকে চাপা দিয়ে ছয়জনের নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে দেড় কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান, শামসুর রহমান বাদল, রিপন চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় তিনটি গাড়িকে চাপা দেওয়ায় ছয়জন নিহত হন।

ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া ওই যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আহত আটজনকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর