ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা পৌর শহরের টিঅ্যান্ডটি মোড়ে একটি বাসা থেকে মা ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— গার্মেন্টসকর্মী রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে নীরব (২)।
পুলিশ সূত্রে জানা যায়, রফিক স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে ভালুকা পৌর শহরের টিঅ্যান্ডটি মোড়ে একটি বাসা ভাড়ায় বাস করতেন। রোববার রাতে রফিকুল ভালুকার রাসেল মিলে রাতের ডিউটিতে চলে যান। আজ সকালে রফিকুল বাসার গেট বন্ধ পেয়ে স্ত্রী সন্তানকে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে প্রধান গেট ভেঙে ভিতরে ঢুকে। তার রুম বাইরে থেকেও তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে ভিতরে ঢুকতেই তিনি দেখেন বিছানায় স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা দেহ পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, রফিকুলের ভাই নজরুল ইসলামের রুম তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, নজরুল পারিবারিক কলহের জেরে তাদেরকে হত্যা করতে পারে।
মরদেহ তিনটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।