Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ২ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৬:১৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:২৪

প্রতীকী ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার সায়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশ ও তাড়াশের ইশ্বরপুর গ্রাম থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাড়াশের ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. শান্ত (২০)। তিনি স্থানীয় বাজারে নাপিতের কাজ করতেন। অরপজনের বয়স আনুমানিক ৩২ বছর। তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, সকাল ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে ষ্টেশনের দক্ষিনপাশে মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে।

বিজ্ঞাপন

তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ঈশ্বরপুর গ্রামে সকালে নিজ ঘর থেকে শান্তর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

উদ্ধার যুবকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর