Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:৩৭

গ্রেফতার দুই অভিযুক্ত।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০) ও একই গ্রামের রফিক (৩৯)। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার দেওবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাতে গৃহবধূর সঙ্গে তার শাশুড়ির বিরোধ হয়। পরে ওইদিন রাতে কাউকে কিছু না বলে ওই গৃহবধূ বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাবার বাড়ি উপজেলার ছিলিমপুরে আসার পথে পথিমধ্যে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। এ সময় তাকে জোরপূর্বক ওই বাজারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে অভিযুক্তরা তিনজনে মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতেও হুমকি দেয় অভিযুক্তরা।

বিজ্ঞাপন

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ‘ওই গৃহবধূর স্বামী বাক প্রতিবন্ধী। তার শাশুড়ির সঙ্গে বিরোধ হলে গৃহবধূ তার বাবার বাড়িতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা করতে সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এনজে

অভিযোগ গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর