Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:৪০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

রুলে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে। একইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

বিজ্ঞাপন

এছাড়া জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ অন্যান্য শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আন্দোলনে শহিদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি এ বিষয়ে পদক্ষেপ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠান আইনজীবী ইমদাদুল হক। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় ১৯ ফেব্রুয়ারি রিট করেন তিনি।

সারাবাংলা/আরএম/এসআর

অন্তর্বর্তী সরকার ড. ইউনূস হাইকোর্ট

বিজ্ঞাপন

আরও ৮ জনের করোনা শনাক্ত
১৪ জুলাই ২০২৫ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর