Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় ড্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ১৬:৫৫

ছবি: রয়টার্স

দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা প্রদেশে সশস্ত্র বেদুইন উপজাতি যোদ্ধা এবং ড্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে মিলিশিয়া সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৪ জুলাই) গভীর রাতে সুয়ায়দার আল-মাকুস পাড়ায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং উপজাতিদের মধ্যে এই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে বেসামরিক জনগণকে রক্ষার চেষ্টা করার সময় ওই এলাকায় মোতায়েন করা বেশ কয়েকজন সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষেশায়িত বাহিনীর ইউনিটগুলো সরাসরি এই অঞ্চলে সংঘাত নিরসন, সংঘর্ষ বন্ধ, নিরাপত্তা ব্যবস্থা আরোপ এবং ঘটনার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করা হবে।

সুওয়াইদা এবং এর গ্রামাঞ্চলে চলমান উত্তেজনার মূল কারণ হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান- বিশেষ করে সামরিক ও নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিকে দায়ী করেছেন সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব।

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘নাগরিকদের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা ও এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সক্রিয় করা ছাড়া কোনো বিকল্প নেই।’

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর