Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ৬৫ চিকিৎসক নিয়োগে তদন্ত শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৬:৫৯

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

ঢাকা: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৬৫ জন চিকিৎসককে নিয়োগের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত শেষে যা যা আইনগতভাবে দরকার, আমরা তাই করব।

সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জনসংখ্যা নীতি ২০২৫’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নূরজাহান বেগম বলেন, ‘অভিযোগ রয়েছে, কোনো ধরনের সার্কুলার বা স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই হাসপাতালটিতে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারি নিয়োগনীতির পরিপন্থী।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতের শুদ্ধাচার নিয়ে যখন দেশের সর্বোচ্চ পর্যায়ে উচ্চকণ্ঠ, তখন এমন গোপন ও বিতর্কিত নিয়োগ কেবল নিয়োগ প্রার্থীদের মধ্যেই নয়, পুরো স্বাস্থ্যখাতেই এক ধরনের অনাস্থা তৈরি করছে।’

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্ব গঠনে তরুণদের ক্ষমতায়ন জরুরি। তারা ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিত্ব করবে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত পছন্দ-অপছন্দ, চাহিদা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এতে ন্যায্যতা, সামাজিক শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সহজ হবে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

চিকিৎসক নিয়োগ নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর