Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকা থেকে দেশে ফিরেই বিমানবন্দরে হিমু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৭:৩২

গ্রেফতার আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু

টাঙ্গাইল: আমেরিকা থেকে দেশে ফিরে বিমানবন্দরে পুলিশের হাতে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু (৬২)।

সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হিমু টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত হুমায়ুন খানের ছেলে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। হিমু ২০২৪ সালে (নাগরপুর-দেলদুয়ার) টাঙ্গাইল-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে নির্বাচন করেছেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা হিমু বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এজাহারভূক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আমেরিকা থেকে ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ হিমুকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

আ.লীগ নেতা গ্রেফতার টাঙ্গাইল হিমু গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর