Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৭:৩৫

ঢাকা: অভ্যন্তরীণ বাজারে ডলারের দাম কমে যাওয়ায় দাম ধরে রাখতে বাড়তি দামে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৩ জুলাই) শুরু হওয়া এ নিলাম প্রক্রিয়া আজ সোমবার (১৪ জুলাই) শেষ হয়েছে। এর মাধ্যমে ১৮টি ব্যাংক থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে।

জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা দরে এই ডলার কিনেছে।

সূত্র মতে, ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে ডলার কেনা-বেচা করে। এটা নূতন কিছু নয়। তবে এবারই প্রথম নিলামের মাধ্যমে কেনা হলো। ডলারের বিনিময় হার টাকার তুলনায় বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংক একইভাবে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে আবার ডলার বিক্রি করবে।

বিজ্ঞাপন

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে রফতানি আয় এবং সেই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ অনেক বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা কমেছে। শুধু তাই নয়, চাহিদা কমায় মার্কিন ডলারের দাম টাকার তুলনায় গত এক সপ্তাহ ধরে কমছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি জুলাইয়ের ২ তারিখ ডলারের দাম ১২২ দশমিক ৮৫ টাকায় উঠে যায়। এরপর থেকে ডলারের দাম কমছে। আজ সোমবারও কমেছে ডলারের দাম। এ নিয়ে টানা চার কার্যদিবসে ডলারের দাম কমেছে।

দেশের মুদ্রাবাজারে আজ ডলারের সর্বোচ্চ দাম ১২০ দশমিক ১০ টাকা ও সর্বনিম্ন দাম ১১৯ দশমিক ৫০ টাকা। আজ ডলারের গড় দাম ১১৯ দশমিক ৭২ টাকা।

সারাবাংলা/আরএস

নিলামে ডলার ক্রয় বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর