Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ৫ বছর নিষিদ্ধ তানিয়া ও মাহবুব

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৭:৫৭

সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিন ও এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদার। ছবি: সংগৃহীত

ঢাকা: সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ মজুমদারকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার আদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৯৬১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১৪ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রিং শাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর বিধানগুলো গুরুতর লঙ্ঘনের অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত ১০ জুলাই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এ-সংক্রান্ত দু’টি নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ মজুমদারের কর্মকাণ্ড রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর বিধানগুলোর গুরুতর লঙ্ঘন করেছে। তারা এ অধ্যাদেশের আরও লঙ্ঘন ঘটাতে পারে বলে কমিশন মনে করে, অভিযুক্তদের পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ জারির তারিখ থেকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে বিরত রাখার নির্দেশ দিচ্ছে। কমিশন বর্তমান বাজার মধ্যস্থতাকারী এবং ভবিষ্যতের যেকোনো মধ্যস্থতাকারী, তালিকাভুক্ত কোম্পানি বা ভবিষ্যতের তালিকাভুক্ত কোম্পানি এবং সিকিউরিটিজ আইন, নিয়ম ও প্রবিধানের তত্ত্বাবধানে থাকা অন্য যেকোনো ব্যবসায়িক সত্তাকে ওই সময়ের জন্য যেকোনো দাফতরিক দায়িত্বপালন থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে।

সারাবাংলা/একে/পিটিএম

৫ বছর নিষিদ্ধ তানিয়া পুঁজিবাজার মাহবুব