Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালাল ল্যাবরেটরি ও হেলমেট টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে বিএসটিআই

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৭:৫৫

– (ছবি : সংগৃহীত)

ঢাকা: আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরি এবং হেলমেট টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১৪ জুলাই) বিএসটিআই কার্যালয়ে ল্যাব দুটি উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

হালাল ল্যাবরেটরি উদ্বোনকালে শিল্প উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে হালাল পণ্যের একটি বিশাল বাজার রয়েছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে প্রচুর পণ্য রফতানির সুযোগ আছে। আমরা আশা করছি, এ ল্যাব উদ্বোধনের মাধ্যমে দেশের হালাল পণ্যের উৎপাদন কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে। আন্তর্জাতিক বাজারে এ দেশের ব্যবসায়ীরা নতুন সংযোগ স্থাপন করতে সফল হবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে হেলমেট তৈরিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা বিদেশের আমদানি করা হেলমেটগুলো টেস্ট করছি। প্রচুর চাহিদা থাকলেও আমরা এখনও আমদানি নির্ভর। আশা করব, বাংলাদেশি যেসব উদ্যোক্তা রয়েছেন, তারা উন্নতমানের হেলমেট তৈরি করবেন। সড়কে, নির্মাণ ও শিল্পখাতে যারা আছেন- তারা এগুলো ব্যবহার করবেন।

এদিকে হালাল ল্যাব উদ্বোধন উপলক্ষে বিএসটিআই প্রাঙ্গণে নিজ নিজ কোম্পানির হালাল পণ্যের প্রদর্শনী করছে দেশি-বিদেশি দশ প্রতিষ্ঠান। এ পণ্য প্রদর্শনীতে প্রাণ, নেসলে, অলিম্পিক, আকিজ, কোকোলা ফুড, রিমার্ক এইচবি, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, আকিজ বেকার্স লিমিটেড, বেঙ্গল মিট, নিউজিল্যান্ড ডেইরি, ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড অংশ নিয়েছে।

সারাবাংলা/আরএস

ন্যাশনাল হালাল ল্যাবরেটরি এবং হেলমেট টেস্টিং ল্যাবরেটরি চালু বিএসটিআই শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর