Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: ৫ দিনের রিমান্ডে দুই ভাই

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৮:০৭

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় দুই ভাইকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা সম্পর্কে আপন ভাই।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে দু্জনের সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান। আসামিদের কাছে আদালত জানতে চান, ‘আপনাদের কি কোনো আইনজীবী আছে?’ জবাবে তারা বলেন, ‘নেই।’ এ সময় আদালতকে রাজীব বলেন, ‘সজীব আমার বড় ভাই। আমি কিছু করিনি।’ একইসঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।’

বিজ্ঞাপন

১৩ জুলাই মধ্যরাতে নেত্রকোণা থেকে রাজীব ও সজীবকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত এ মামলায় গ্রেফতার হয়েছেন সাত আসামি।

উল্লেখ্য, ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানা পুলিশ। পরে সুরতহাল শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি হত্যা মামলা করেন নিহতের বোন। আর অস্ত্র মামলা করে পুলিশ।

 

সারাবাংলা/আরএম/এসআর

ব্যবসায়ীকে হত্যা রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর