Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৮:২৩

সাজাপ্রাপ্ত আসামি জাহান শরীফ রতন।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শহরের ইদ্রাকপুর এলাকায় মাদক কেনার টাকা না দেওয়ায় নিজের মাকে হত্যার দায়ে ছেলে জাহান শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামি রতন তার আপন বোনকে দা দিয়ে কুপিয়ে জখম করায় অপর একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম।

আসামি শরীফ রতন সদর উপজেলার শহরের ইদ্রাকপুর এলাকার মৃত ছাবেদ আলী শেখের ছেলে।

বিজ্ঞাপন

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আসামি শরীফ রতন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই সংসারে অশান্তির সৃষ্টি করতো। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে রতন মাদক কেনার জন্য তার মা জাহানার বেগমের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় রতন ঘরে থাকা তরকারি কাটার বটি দিয়ে তার মাকে মাথায় কুপিয়ে জখম করে। মাকে বাঁচানোর জন্য রতনের বোন মনি আক্তার এগিয়ে আসলে রতন বটি দা দিয়ে তার হাতে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহা. নাসিম আখতার (সুমন) বলেন, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাকে খুন করায় ছেলেকে আমৃত্যু কারাদণ্ড ও বোনকে কুপিয়ে জখম করায় অপর ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সারাবাংলা/এনজে

আমৃত্যু কারাদণ্ড ছেলে মাকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর