Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাই প্রস্তুতির সময় কবজি কাটা গ্রুপের ৪ সদস্য গ্রেফতার: আইএসপিআর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৮:২৫

ঢাকা: ‎‎রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় মোহাম্মদপুর-আদাবরের ভয়ঙ্কর কিশোর গ্যাং গ্রুপ ‘কবজি কাটা’ গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই এর কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

‎সোমবার (১৪ জুলাই) ভোরে মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে আইএসপিআর থেকে জানানো হয়েছে।

‎গ্রেফতার আসামিরা হলেন— রুবেল হোসেন, কবির মিয়া, হানিফ হোসেন জয় ও সাকিব আহমেদ রানা।

‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর এক কর্মকর্তা বলেন, ‘সোমবার ভোরে ছিনতাই এর প্রস্তুতির সময় আমরা কবজি কাটা গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করার জন্য তাদের ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র সামুরাই ও বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

কবজি কাটা গ্রুপ গ্রেফতার ছিনতাই প্রস্তুতি