ঢাকা: সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সোমবার (১৪ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। আলমগীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আজিজুল হক।
দুদকের আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা অত্মসাতের অভিযোগ ওঠে আলমগীরের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এর মধ্যেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে জানা গেছে। তাই তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।’