Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৮:৪৬

নওগাঁ: দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ জেলা শাখা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার সঞ্চালনায় বক্তারা বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা নওগাঁ জেলা শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি। এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে দায়ী করেন তারা।

এসময় বক্তারা অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান। যদি বিচার নিশ্চিত করা না হয়, ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিক্ষোভ কর্মসূচিতে যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্র নেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জিবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

ছাত্রদল বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর