Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছর বড় অপরাধের সংখ্যা বেড়েছে এমন দাবি সঠিক নয়: প্রেস উইং

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:০২

প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা: ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে— এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়, পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিসংখ্যানে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

প্রেস উইং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও বিশ্বাস রাখতে হবে। কারণ অপরাধের হার মোটামুটি স্থিতিশীল, যাতে বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/জিএস/এইচআই

অপরাধ প্রেস উইং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর