Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিগ্রস্ত ব্যবস্থারও পতন ঘটাতে হবে: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৯:০১

পটুয়াখালীর পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

পটুয়াখালী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনার পতনই নয়, সেই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থারও পতন ঘটাতে হবে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালী পৌর শহরের শহিদ হৃদয় তুরুয়া চত্ত্বরে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তার মতে, শেখ হাসিনা সরকার গণঅভ্যুত্থানের সময় যেভাবে ষড়যন্ত্র করেছিল, অভ্যুত্থানের পরেও সেই দুর্নীতিগ্রস্ত মাফিয়াচক্র ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছেন। জনসমর্থনের মাধ্যমে এই ষড়যন্ত্রের জবাব দেবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে। আমরা জনসমর্থনের শক্তিতে এর জবাব দেবো।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি ‘৭২-এর মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তার অভিযোগ, বিএনপি এখন নিজেরাই চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে মুজিববাদের নতুন প্রহরী হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপি এখন চাঁদাবাজের দলে রূপ নিয়েছে, সন্ত্রাসের দলে পরিণত হয়েছে।

এসময় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীন প্রমুখ।

এর আগে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পদযাত্রায় হাজারো ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এসআর

এনসিপি নাহিদ পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর