Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে সাংবাদিকদের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

ইবি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৯:১৭ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৯:৫৮

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে শিক্ষার্থী ও ক্যাম্পাসের কয়েকজন সাংবাদিকের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান এবং আইসিটি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো পড়ুন-  ইবিতে খেলাকে নিয়ে মারামারি, দফায় দফায় সাংবাদিকদের মারধর

কমিটিকে ঘটনার প্রকৃত কারণ, তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় সুপারিশসহ ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান বলেন, “হিট প্রজেক্টের কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছি। এখনো অফিস আদেশ হাতে পাইনি। ১৬ জুলাই ক্যাম্পাসে ফিরলে বিষয়টি দেখব।”

উল্লেখ্য, ১২ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলা চলাকালে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় ভিডিও ধারণ করতে গেলে তিনজন সাংবাদিক হামলার শিকার হন। ভুক্তভোগীরা পরদিন প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। অন্যদিকে, অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরাও সাংবাদিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনা’র পাল্টা অভিযোগ দিয়েছেন।

সারাবাংলা/এসএস

ইবি কমিটি তদন্ত সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর