Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে অন্তঃসত্তা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৯:৫৩

গ্রেফতার হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫)।

সিলেট: সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে গত ১২ জুলাই রাতে ১০ মাসের অন্তঃসত্তা স্ত্রীর উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

গত সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে আক্তারকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত খাইরুল আলম চৌধুরীর ছেলে হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫) এর সঙ্গে বছর খানেক পূর্বে একই গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল জব্বারের মেয়ে সাবানা বেগমের বিয়ে হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে ১০ মাসের অন্তঃসত্তা স্ত্রী সাবানা বেগমকে তার বাবার বাড়ি থেকে আনতে গেলে শাশুড়ী তাকে বাধা দেন। পরে অভিযুক্ত হোসেন আহমদ চৌধুরী ক্ষিপ্ত হয়ে পেট্রোল কিনে শশুর বাড়িতে গিয়ে আচমকা বিছানায় শুয়ে থাকা অন্তঃসত্তা স্ত্রী সাবানা বেগমের উপরে পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে দ্রুত সাবানাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে রোববার (১৩ জুলাই) সকাল অগ্নিদদ্ধ সাবানার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে সাবানা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, স্ত্রীকে পেট্রোল ছিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় তার স্বামী আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দগ্ধ সাবানা বেগমের পিতা আব্দুল জব্বার জানান, বছর খানেক পূর্বে আক্তারের সাথে তার মেয়ে সাবানা বেগমের বিয়ে দেন। বিয়ের পর বেশির ভাগ সময় তার জামাতা আক্তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে থাকতো। শনিবার রাত ৮টার দিকে আক্তার যখন তার বাড়িতে যায় তখন তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে গিয়ে সাবানা বেগমের শরীরের পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় আক্তার।

সারাবাংলা/এনজে

অন্তঃসত্তা স্ত্রী দগ্ধ পেট্রোল স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর