Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৮ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৯:২৬

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা থেকে আরও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময় করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২৮ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৬ জনে।

এর আগে, গতকাল রোববার নতুন কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তবে এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর

করোনা শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর