ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর উপর পরিচালিত পরিদর্শন প্রতিবেদনটি দুর্নীত দমন কমিশন (দুদক)-এ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৪ জুলাই) বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিদর্শন পরিচালনাকালে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড-এর বিরুদ্ধে মার্জিন ঋণের মাধ্যমে ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ পেয়েছে বিএসইসি।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠান তিনটির মানি লন্ডারিং এর বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং মানি লন্ডারিং সংঘটিত হওয়ার সময়ে কোম্পানিগুলোর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসইসি’র পরিদর্শন প্রতিবেদনটি দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে- বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।