ঢাকা: সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ায় থাকা সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে নিউইয়র্কে রয়েছে দুটি স্থাবর সম্পদ ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুই হিসাব। মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের দুই অ্যাকাউন্ট রয়েছে। নিউইয়র্কের স্থাবর সম্পত্তির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার করে ধরা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তার এসব সম্পদ ও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এসব সম্পদ পুলিশের আইজি থাকা অবস্থায় অবৈধভাবে অর্জন করেন তিনি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বর্তমানে নিজ ও আত্মীয়-স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তাই এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।