রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, “মব দমন না করে নির্বাচন দিলে সেই নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না।”
সোমবার (১৪ জুলাই) বিকেলে রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, “মব দিয়ে যারা শক্তি প্রদর্শন করেছে, এখন তারাই সেই মব নিয়ন্ত্রণে ব্যর্থ। মবতন্ত্রের মাধ্যমে পুলিশ-প্রশাসনকে শূন্য করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা এখনও সাহস হারাইনি। জনগণের চাওয়া-পাওয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা রাজনীতি করে যাবো।”
এর আগে দুপুর ২টায় রংপুর নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে প্রয়াত এইচ এম এরশাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। পরে আলোচনা সভায় বক্তব্য দেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাপা নেতা এস এম ইয়াসির, জেলা আহ্বায়ক আজমল হক লেবু, সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা।