Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ১ ব্যক্তির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২০:১০ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:১৭

মরদেহ: প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারিস মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

নিহত হারিস মিয়া কার্তিকপুর গ্রামের বাসিন্দা আজীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারিস মিয়া নিজের নতুন ঘরের বেড়া বাঁধার কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আইনি কাজ শেষ করে তাদের পরিবারে কাছে হস্তাস্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে

বিদ্যুৎস্পৃষ্ট মৃত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর