Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২০:১৪

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় মাদক বিরোধী পৃথক দুই অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ মদের মধ্যে রয়েছে আইস ভদকা, অফিসার্স চয়েস, রয়্যাল চ্যালেঞ্জ ও ব্লেন্ডারস প্রাইড।

সোমবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে বিজয়পুর বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান চালায়। এই বিওপি’র টহল দলটি  সীমান্ত পিলার ১১৫০/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ জব্দ করে।

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৬টায় বারমারী বিওপির অপর একটি বিশেষ টহল দল দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা এলাকায় সীমান্ত পিলার ১১৬২/৮-এস থেকে ১৫০ গজ ভেতরে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করে।

সারাবাংলা/এসএস

অভিযান জব্দ বিজিবি মদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর