ভোলা: ভোলার সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের মামলার প্রধান আসামি মো. কামাল মাঝিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। কামাল মাঝি সিঁধ কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণ করে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলা মডেল থানায় সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চর আনন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামাল মাঝি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের মো. তোফাজ্জল মাঝির ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূ নিজ ঘরে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টায় আসামি কামাল হোসেন সিঁধ কেটে ঘরে ঢুকে। এরপর সে ভুক্তভোগীকে অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর প্রধান আসামি কামাল মাঝি গৃহবধূকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ ঘটনায় পরদিন ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে কামাল মাঝিসহ অজ্ঞাত আরও ৪ জনের বিরুদ্ধে মামলা করেন ওই ভূক্তভোগী গৃহবধূ।