Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল নেতা টুকুর আরেক মামলায় রিমান্ড


২ জুলাই ২০১৮ ১৮:৩৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় নাশকতার অভিযোগে দায়ের করা আরেক মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক স ম কাইয়ুম গত ২৬ জুন সুলতান সালাউদ্দিন টুকুকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ঠিক করে দেন। রিমান্ড শুনানির সময় সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন গোলাম মোস্তফা খান, মীনার হোসেন ফারুকসহ আরো কয়েকজন আইনজীবী। আর রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুরের আবেদন জানান।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত মাসের ১২ জুন রাতে টুকুকে উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শাহবাগ থানার একটি মামলায় পুলিশ তাকে রিমান্ডে নেয়। এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।

মামলায় এজাহার বলা হয়, গত ৬ মার্চ দুপুর ১২টায় বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আসামিরা। তারা বেআইনিভাবে জনসমাবেশ ঘটিয়ে লাঠিসোটা, ইট-পাটকেলসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান, যানবাহনে প্রতিবন্ধকতা ও জনমনে ভীতি তৈরি করে।

বিজ্ঞাপন

ওই ঘটনায় ৮ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম শাহবাগ থানায়  মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/টিআর

যুবদল রিমান্ড সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর