Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২০:২০ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:২৪

অবৈধ জালে আগুন দিয়ে ধ্বংস করা হচ্ছে।

নাটোর: নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একজনকে জরিমানা করা হয়।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত উপজেলার রাণীনগর, সিধাখালী ও জলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করে। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের অভিযোগে রানীনগর গ্রামের মো. রফিকুল ইসলামকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুসারে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

বিজ্ঞাপন

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে

ধ্বংস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল