Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন ঈশ্বরদী যুবদলের সাবেক সা.সম্পাদক তুহিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২০:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:৩৪

আনন্দ মিছিলে যুবদল নেতাকর্মীদের সঙ্গে শরিফুল ইসলাম তুহিন।

পাবনা: একটি হত্যা মামলায় ২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

সোমবার (১২ জুলাই) সকাল পৌনে এগারোটার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাকে আনন্দ মিছিল করে জেলা বিএনপি কার্যালয়ে হাজির করেন নেতাকর্মীরা। সেখানে তাকে বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, নুর মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডা. আহমেদ মোস্তফা নোমান, সাবেক পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলু সহ অনেকে।

বিজ্ঞাপন

পরে তুহিনকে ফুলের মালা পরিয়ে হাজারো নেতাকর্মী মোটরসাইকেলসহ গাড়ি বহর নিয়ে তার নিজ এলাকা ঈশ্বরদীতে পৌঁছান। সেখানে কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে তাকে সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে একটি হত্যা মামলায় অভিযুক্ত হন ঈশ্বরদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন যুবদল নেতা। সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২২ বছর কারাভোগ করেন।

চলতি বছরের গত ১০ এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মওকুফ করায় ২৯ জন কয়েদির মুক্তির কথা বলা হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম তুহিন এর নামও রয়েছে।

সারাবাংলা/এনজে

ঈশ্বরদী যুবদল কারাভোগ মুক্তি সাবেক সা.সম্পাদক