রাজবাড়ী: রাজবাড়ীতে চাঁদা দাবির মামলা প্রত্যাহার না করায় সিদ্দিক শেখ (৪৫) নামের এক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ জুলাই) দুপুরে সদর হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সিদ্দিক শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে ও আল রাজী ডায়গনস্টিক সেন্টারের মালিক। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিদ্দিক বলেন, গত ৩ মাস আগে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে পুড়া পলাশসহ কয়েকজন। আমি বলি কিসের চাঁদা দিবো, তখন তারা বলে আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। এখানের সবাই আমাদের চাঁদা দেয়। মাঝে মাঝে আমাকে হুমকিও দিত তারা। এ ঘটনায় ৩ মাস আগে আদালতে মামলা দায়ের করি। এ মামলা প্রত্যাহার না করায় সোমবার দুপুরে পুড়া পলাশ, খুর মানিক, কুটি ও ডিজিটাল ক্লিনিকের মালিক সায়েক মোঃ জিয়া সহ তাদের লোকজন এসে আমাকে এলোপাথারী পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আমাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাওন দে বলেন, ‘আহত অবস্থায় সিদ্দিক শেখকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেল মোল্লা বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’