Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মব উসকানি’র প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

সারাবাংলা ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ২১:৪৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২২:৪২

মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়া ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোমবার (১৪ জুলাই) দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

ছাত্রদলের দাবি, দেশকে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অস্থিতিশীল করতে চেষ্টা করছে। দেশে মব সৃষ্টি করছে। তারা শহিদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছে। এদের প্রতিহত করতে হবে।

সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

রাজবাড়ী: রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পান্না চত্বর ও বড় বাজার প্রদক্ষিণ করে। পরে শহিদ স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম-আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, আতিকুল শিকদার আতিক, ছাত্রনেতা শরিফুল ইসলাম শরিফ, সোহেল প্রমানিক, প্যারিস হোসেন, সবুজ সরদার, আজিম ইসলাম, জামাল খান, শামীম আহমেদ রুবেল, রাশেদ ও সোহেল ভূইয়া প্রমুখ।

বগুড়া: বিকেলে বগুড়া শহরের শহিদ খোকন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পঞ্চগড়: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করে ছাত্রদল। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, ছাত্রদলের জেলা সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের একতারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হাসান পিয়াস, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিমুল আহমেদ ও কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম হোসেন সাইফ প্রমুখ।

সিলেট: কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতা-কর্মীরা- ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’ ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’
‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সহ-সভাপতি কামরান আহমেদ, জুবায়ের হোসেন লিলু, এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

নেত্রকোনা: নেত্রকোনায় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ করে।

এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুন অর রশিদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম কামুসহ ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা।

টাঙ্গাইল: দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ অন্যন্যরা।

ফরিদপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে আলীপুরের মোড়ে পৌছে সমাবেশ করে।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি ও অনিক খান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ ইশতি, সাজ্জাদ হোসেন সিজান ও প্রচার সম্পাদক মুইদুল স্মরণ প্রমুখ।

পরে মহানগর ছাত্রদল মিছিল বের করে। এসময় মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশিদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের ও নিয়াজ, রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম ও ইয়াসিন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন।

নীলফামারী: নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।

এসময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সাংগঠনিক সম্পাদক রাজু পারভেজ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।

ভোলা: ভোলায় বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে জেলা ছাত্রদল। বি‌কেল জেলা বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল‌ বের হয়ে শহ‌রের মহাজনপ‌ট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড়, নতুন বাজার প্রদক্ষিণ করে। মি‌ছি‌লে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এসআর

ছাত্রদল বিক্ষোভ মব মিছিল সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর