Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২১:২৮

গণবভবনে সংবাদ সম্মেলন

ঢাকা: দেশের ৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফারুকী বলেন, ‘দেশের ৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হলো। ৪ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘জুলাই শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর