Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ আমলের শেয়ারবাজারে লুটপাটের বিচার করতে হবে: গোলাম সামদানী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২১:৪৪

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রেসিডেন্ট এস এম গোলাম সামদানী ভূঁইয়া

ঢাকা: ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রেসিডেন্ট এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারে ব্যাপক আকারে লুটপাট হয়েছে। কোনোটার বিচার হয়নি। আগামীতে নির্বাচিত সরকার গঠিত হলে এসব দুর্নীতি ও অনিয়মের বিচার করতে হবে। লুটপাটের সুষ্ঠু বিচার নিশ্চিত হলেই বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। একইসঙ্গে শেয়ারবাজারে ভালো শেয়ার তালিকাভুক্তির ওপর জোর দিতে হবে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) উদ্যোগে আয়োজিত ‘পুঁজিবাজারের পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথিরি বক্তব্যে এ কথা বলেন তিনি। সেমিনারের সভাপতিত্ব করেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট দৌলত আকতার মালা। এটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক মুনতাসির।

বিজ্ঞাপন

গোলাম সামদানী ভূঁইয়া বলেন, ‘বর্তমানে শেয়ারবাজারে মৌলভিত্তিকি শেয়ারের ঘাটতি রয়েছে। অনেক দিন ধরেই পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। ভালো কোম্পানি না আনলে বিনিয়োগ আসবে না। আগামীতে শেয়ারবাজার পুনর্গঠনে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’

সিএমজেএফের প্রেসিডেন্ট আরও বলেন, ‘গত বাজেটের পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সরকার অবশ্য করপোরেট কর হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি শেয়ারবাজারের জন্য ইতিবাচক। এ ছাড়া লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর হার বাড়িয়েছে। মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে ২৭ দশমিক ৫ শতাংশ নিয়ে আসা হয়েছে। এসব পদক্ষেপের কারণে বর্তমানে শেয়ারবাজারে একটি ইতিবাচক ধারা চলে আসছে।‘

তিনি আরও বলেন, ‘বিএসইসিকে ইতিবাচক ধারা ধরে রাখতে হবে। পাশাপাশি যাতে এটি টেকসই হয়, সেজন্য বাজারে দ্রুত ভালো ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করেন। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো বিশেষ করে যেগুলো এখনো তালিকাভুক্ত হয়নি সেগুলোকে আনার ব্যবস্থা করতে হবে।’

গোলাম সামদানী ভূঁইয়া বলেন, ‘২০১০ সাল থেকে সরকারি কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। এগুলোকে শেয়ারবাজারে আনতে হবে। না হলে আগামীতে শেয়ারবাজার ভাল হলে আবার গুটিকয়েক শেয়ার নিয়ে টানাটানি হবে। নতুন করে কারসাজির আশঙ্কা থাকবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সারাবাংলা/একে/এইচআই

গোলাম সামদানী পুঁজিবাজার শেয়ারবাজার সিএমজেএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর