Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে স’মিলের করাতে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২২:৩৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২২:৫৯

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলে গাছ কাটার সময় করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার আনন্দ বাজার সংলগ্ন আয়নালের স’মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা এবং স’মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় অসাবধানতাবশত শুকুর আলীর দেহ করাতের মুখে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, ‘করাতে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের স’ মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

ইউটিউবে ভিউ বাড়াবে যে ফিচার
৩০ আগস্ট ২০২৫ ১৬:০১

আরো

সম্পর্কিত খবর