সুনামগঞ্জ: সুনামগঞ্জে দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে বুলু মিয়া (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত বুলু মিয়া বাজিতপুর পশ্চিমপাড়া মো. আব্দুল খালিক মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায় বুলু মিয়া। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।