Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সৌদি আরব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২৩:১৮

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে করতে চায় সৌদি আরব। বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এমন আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া পৃথক সাক্ষাতে উপদেষ্টা এবং পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ঢাকায় তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূত জাফর আবিয়াহ। তিনি গত ১ জুলাই ঢাকা মিশনে যোগ দেন। তিনি সৌদির সাবেক রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের স্থলাভিষিক্ত হন।

সারাবাংলা/একে/এইচআই

তৌহিদ হোসেন সৌদি আরব সৌদি আরবের রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর