Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

`রাজাকার’ কটূক্তির পর ঐতিহাসিক আন্দোলন, বর্ষপূর্তিতে ঢাবিতে প্রতীকী মিছিল

ঢাবি করেস্পন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২৩:৩৯ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২৩:৪৫

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের “রাজাকার” বলে কটূক্তির পর ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তিতে প্রতীকী মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে টিএসসিকে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’, ‘ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকরা জানান, ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকারীদের “রাজাকারের নাতিপুতি” বলে মন্তব্য করার প্রতিবাদেই ঐদিন রাতে ঢাবি ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়েন। ঐতিহাসিক সেই ঘটনাকে স্মরণ করতেই প্রতীকী এই মিছিল আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে?’—এ বক্তব্যে আন্দোলনকারীদের রাজাকার পরিবারের সদস্য হিসেবে উপস্থাপন করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিক বিক্ষোভ শুরু হয়।

সেদিন মধ্যরাতে হাজারো শিক্ষার্থী ঢাবির বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। পরে সেই আন্দোলন বিস্তৃত হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

শিক্ষার্থীরা জানান, “প্রধানমন্ত্রীর সেই বক্তব্য আমাদের আত্মমর্যাদায় আঘাত করেছিল। সেই অপমানের এক বছর পূর্তিতে আমরা আমাদের প্রতীকী প্রতিবাদ জানাতে আবার একত্রিত হয়েছি।”

সারাবাংলা/কেকে/এসএস

আন্দোলন ঐতিহাসিক কটূক্তি ঢা‌বি প্রতীকী বর্ষপূর্তি মিছিল রাজাকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর