Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চকক্ষকে দুর্বল করার অপচেষ্টা চলছে: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২৩:২৫

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, দেশের কিছু রাজনৈতিক দল সচেতনভাবেই উচ্চকক্ষের ধারণাকে দুর্বল করতে চাচ্ছে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৩তম দিনের সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘আমরা চাই একটি কার্যকর উচ্চকক্ষ গঠিত হোক, যেখানে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। অথচ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধারণাকে নস্যাৎ করার চেষ্টা চলছে।’

তিনি জানান, অধিকাংশ রাজনৈতিক দল উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দিলেও গঠনপ্রক্রিয়া নিয়ে মতবিরোধ রয়েছে। এনসিপি চায়, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেই উচ্চকক্ষে সদস্য মনোনীত হোক। জেলা ও সিটি করপোরেশনভিত্তিক আসন বিভাজনের প্রস্তাব দলটি প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

নারী প্রতিনিধিত্ব নিয়েও দলটির অবস্থান পরিষ্কার করেছেন আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা সংসদে সরাসরি নির্বাচিত ১০০ জন নারী সদস্য চাই। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা মিশ্র পদ্ধতির প্রস্তাব দিয়েছি।’

এনসিপির প্রস্তাব অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মনোনয়ন তালিকায় ন্যূনতম ১৫ শতাংশ নারী প্রার্থী রাখা বাধ্যতামূলক করা উচিত। এ ছাড়া অতিরিক্ত নারী আসনগুলো টপ-আপ পদ্ধতিতে পূরণ করে সংসদে ১০০ নারী সদস্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব বলে দলটি মনে করে।

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার হোসেন উচ্চকক্ষ এনসিপি জাতীয় নাগরিক পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর