ঢাকা: জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চ কক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সংসদে নারী আসন বাড়ানোর ব্যাপারে সব রাজনৈতিক দল একমত। তবে কী পদ্ধতিতে এসব আসনে প্রতিনিধিদের নির্বাচন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।’
তিনি আরও বলেন, ‘উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষ গঠনের ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য রয়েছে। তবে এর কাঠামো, সদস্য সংখ্যা ও মনোনয়নের পদ্ধতি নিয়ে এখনো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।’