Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতিই যুক্তিসঙ্গত: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২৩:৫৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২৩:৫৮

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সারাবাংলা

ঢাকা: উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষেই জামায়াতে ইসলামীর অবস্থান বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “আজ দু’টি বিষয়ে আলোচনা হয়েছে—উচ্চকক্ষ গঠন ও সংরক্ষিত নারী আসন। উচ্চকক্ষে দুই-তৃতীয়াংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে একমত হয়েছে, আমরাও এই পদ্ধতির পক্ষেই আছি।”

নারী আসন বাড়িয়ে ১০০ করার প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, “এই আসনগুলো পিআর পদ্ধতিতেই পূরণ করা উচিত।”

বিজ্ঞাপন

তবে কমিশনের পক্ষ থেকে উচ্চকক্ষ গঠনে নতুন করে ৬৪ জেলা ও ১২ মহানগরভিত্তিক প্রতিনিধিত্বের যে প্রস্তাব দেওয়া হয়েছে, এ প্রস্তাব আলোচনার কোনো যোগ্যতাই রাখে না। অর্ধেক আলাচনার পর নতুন প্রস্তাব আনা বিভ্রান্তিকর বলে মত দেন তিনি।

সারাবাংলা/এফএন/এসএস

উচ্চকক্ষ জামায়াত পিআর পদ্ধতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর