Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যকর্মীদের বসে থাকলে চলবে না: স্বাস্থ্যমন্ত্রী


২ জুলাই ২০১৮ ১৮:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করতে মাঠকর্মীদের তৎপর হতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, মাঠকর্মীদের স্বাস্থ্যকেন্দ্রে বসে থাকলে হবে না। বাড়ি বাড়ি যেয়ে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

সোমবার (২ জুলাই) সচিবালয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত নয় বছরে পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হয়েছে, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে। এই সাফল্যকে ধরে রেখে দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।

মাঠকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রমকে কঠোর নজরদারির আওতায় আনার জন্য উপজেলা, জেলা এবং বিভাগীয় কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাড়ি বাড়ি যেয়ে মাঠকর্মীরা কাজ করছে কি না তা তদারকি করা কর্মকর্তাদের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদেরকে নির্দিষ্ট পোষাক পরার তাগিদ দেন তিনি।

সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব জি. এম. সালেহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

পরিবার পরিকল্পনা কর্মসূচি