ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর মহাকাশ বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলার মাধ্যমে শত্রুদের ‘মাথা ও হাত কেটে ফেলেছে’।
সোমবার (১৪ জুলাই) আইআরজিসির মহাকাশ বাহিনীর স্থাপনা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। জেনারেল মুসাভি বলেন, “এটি ছিল মহাকাশ বাহিনীর ধারালো তরবারি, যা ঐশী সহায়তায় শত্রুদের বিরুদ্ধে কার্যকর আঘাত হেনেছে।”
তিনি আরও বলেন, ১৩ থেকে ২৫ জুন পর্যন্ত ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ নামের পাল্টা অভিযান চালায়। এতে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা ও শিল্প স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়।
এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধে যুক্ত হওয়ার পর, ইরান আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি কাতারের আল-উদেইদেও হামলা চালায়।
সেনাপ্রধান বলেন, এবারের পাল্টা আক্রমণ ১৯৮০-এর দশকে ইরাক-ইরান যুদ্ধকালীন প্রতিক্রিয়ার চেয়েও শক্তিশালী ছিল।
তিনি জাতিকে আশ্বস্ত করে বলেন, “শত্রু যদি আবারও কোনো ভুল করে, তবে সেনাবাহিনী আরও শক্তিশালী ও অনুশোচনামূলক জবাব দিতে প্রস্তুত রয়েছে।”