ঢাকা: আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ (মঙ্গলবার) দেশের অন্তত ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময়ে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ।
এই ঝড়বৃষ্টির সময়কালে নদীপথে চলাচল, বিশেষত ছোট নৌযান বা ট্রলারগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সাধারণ নাগরিকদের বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা,গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা ও নৌকা বা ট্রলারযোগে নদীপথে চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে।