ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) সইয়ের লক্ষ্যে দুইদিনের আলোচনা শুরু করছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ জুলাই) দ্বিতীয় দফার এই আলোচনা ভার্চ্যুয়ালি শুরু হবে। পিসিএর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ইইউর সঙ্গে একটি বিস্তৃত সহযোগিতা কাঠামোয় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ।
এর আগে, গত এপ্রিল মাসে বেলজিয়ামের ব্রাসেলসে প্রথম দফার বৈঠক হয়েছিল। এই চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যারা ইইউর সঙ্গে এমন একটি বিস্তৃত ও বাধ্যতামূলক কাঠামোর অংশীদার হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। ইইউর পক্ষে নেতৃত্ব দেবেন বৈদেশিক সম্পর্ক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। এবারের আলোচনার ধারাবাহিকতায় আগামী অক্টোবরে ঢাকায় তৃতীয় দফার বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সফরে আসবে ইইউ প্রতিনিধিদল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই দিনের ভার্চ্যুয়াল বৈঠকে দুই পক্ষ ৮৩টি ধারা–সংবলিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে আলোচনা করবে। মূলত সহযোগিতার নানা ক্ষেত্রে চুক্তির ধারাগুলো চূড়ান্ত করার জন্য এ আলোচনা হবে।